Friday 31 July 2015

সেই সময়ঃ ২০/০৪/২০১৪



আজকাল আর নেই চারিদিকে অন্ধকারের স্তূপ।
পাড়াগাঁয়ের কোনও আরুনিমাকে সন্ধ্যাপ্রদীপ হাতে
কতওকাল দেখিনি তুলসী মঞ্চে যেতে।
মন ভেসে যায় সেই হিজল গাছের ছায়ায়,
দিঘীর পাড়ে, যেখানে টুপটাপ ঝরে পরে
হিজলের ফল, মাছরাঙার ধ্যান ভঙ্গ করে।
কুয়াসায় ভেজা ধানের পরাগ রেণু মেখে
সাদা বক হয়ে মন যখন উড়তে চায় স্মৃতির আকাশে,
মোবাইলের তীব্র রিংটোন মনডানা ভেঙ্গে
কংক্রিট খাঁচায় এনে পোরে।
প্রতিদিন রক্তিম গেলাসে তরমুজ মদ,
শুধু খুঁজে বেরাই কোনও নগ্ন নির্জন হাত।

No comments:

Post a Comment