Friday 31 July 2015

সেই সময়ঃ ১০/১১/২০০৪



মহাশূন্যের তরে ভাসিয়ে দেয়া
আমার এক মুঠো ভালবাসা
পেল না কোনও ভাষা। 
হৃদয় স্পন্দনের দ্রুত গতির তাল
ইথারের কলরবে গেল মিশে, 
অনুরনন থেকে অনুসন্ধানে 
সেই তরঙ্গের হদিস মেলেনা।
নতুন ঝরা শিশির বিন্দুরা জানল না
দু ফোঁটা নতুন শিশিরের পরিচয়।
স্ফারিংজাইটিস বুঝতে দিল না
বুজে আসা গলা।
ভালবাসা গলা ভাতের সাথে
কণ্ঠ বেয়ে উদরে নামে।
বিবিমিষাও সেই অন্ধকার হতে
উদ্ধারিতে পারে না তাকে।
শিরায় উপশিরায় বয়ে যাওয়া
রক্তের স্রোতের প্রবহমানতা কমে
আর অতৃপ্ত অশেষ শ্রান্তি
বালিশে মুখ গুজে ফেরে।

No comments:

Post a Comment