Friday 31 July 2015

নির্বুদ্ধিজীবী



কথ্য ভাষায় দুর্বোধ্য আধুনিক কবিতা বুঝি না, পাবলো পিকাসো বা ভ্যান গঘের ছবি বুঝি না। বার্গম্যান, হিচকক বা আকিরা কুরুসুয়ার সিনেমা বুঝি না, এমনকি আগাথা ক্রিস্টি বা সিডনি সেলডন এর অনুবাদ পড়তে হয়। গনতন্ত্র সমাজতন্ত্রের মন্ত্র বুঝি না, সোশ্যাল মিডিয়ার সামাজিক কোড করা শব্দগুলোর মানে বুঝি না; মাঝে মাঝে প্রশ্ন জাগে আমি বুঝিটা কি! আসলে আমি যে কি কি বুঝি না সেটাও হয়তো ঠিকঠাক বুঝি না। মেশিনের শব্দ বুঝি, মাসের শেষের মাইনে বুঝি, আর কলের পুতুলের মতো দিনাতিপাত করি। আমার মতো নাদান হয়তো সবাই নয়, তবু সংবাদমাধ্যম এখনো ইঞ্জিনিয়ারদের বুদ্ধিজীবী বলে গন্য করে নি।

No comments:

Post a Comment